গতকাল সোমবার (পনেরো সেপ্টেম্বর) সকালে আট থেকে দশ জনের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। পুলিশ জানায়, পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা সম্ভু সরকারের বসতঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় তারা গৃহকর্তা সম্ভু সরকার ও তাঁর ভাতিজির জামাতা রনি সরকারকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাঁদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী সম্ভু সরকার বাদী হয়ে একই এলাকার মনিন্দ সরকার, তপু সরকার, বাদশা...