১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অবস্থান সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে বলে দাবি করেছে মোসাদ। তেহরান সেগুলি ব্যবহার করার চেষ্টা করলে তাতে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটি। রবিবার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। অন্যদিকে, তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে ইসরায়েলের জুন মাসের হামলার সময় কয়েক ডজন নারী মোসাদ এজেন্টকে ইরানের অভ্যন্তরে মোতায়েন করা হয়া বলে জানিয়েছে গণ মাধ্যমটি, যারা ‘খুবই গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করে। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার মতে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জুন মাসের বিমান হামলার আগে ইরানের কাছে ৪৪০.৯ কিলোগ্রাম (৯৭২ পাউন্ড) ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে অস্ত্র বানানোর মতো ইউরেনেয়িামের মজুদ আছে কিনা, তার অবস্থান প্রকাশ করার...