তিনি বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এ কথা কখনো বলছি না। বরং আমরা বলছি, আমাদের দাবি মেনে নির্বাচন আয়োজনের জন্য। আমরা জুলাই সনদের আইনি ভিত্তির ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি জানাচ্ছি।তাহের বলেন, অন্য দলের দাবি যৌক্তিক হলে সেটা মানতে বলবে। আমাদের দাবি যৌক্তিক হলে আমাদেরটা মানতে বলব। যুক্তিই ঠিক করবে কোনটা যৌক্তিক। পিআরে ভোট দিতে কোনো জটিলতা নেই, বিদ্যমান পদ্ধতির মতোই। কিন্তু জনগণের মধ্যে পদ্ধতিগত জটিলতা থাকবে না।নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মনে না করে তাহের বলেন, ফেব্রুয়ারির আগে আরও পাঁচ মাস আছে। এর মধ্যে আমাদের দাবি পূরণ সম্ভব।নির্বাচন পেছাতেই জামায়াত বিভিন্ন দাবি তুলছে, বিভিন্ন দলের এমন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাদের জিজ্ঞাস করেন, কী প্রমাণ আছে, আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি। তাহের বলেন, অন্য দলের দাবি যৌক্তিক...