ভারত ও পাকিস্তানের লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে ‘তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়ার’ দাবি তুলেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। এশিয়ার দুই পরাশক্তি রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়। ‘টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করার জন্য পাইক্রফট অনুরোধ করেন’ বলে সেদিনই অভিযোগ আনে পিসিবি। এর পরদিন ম্যাচ রেফারিকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন নাকভি, যিনি পিসিবির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। এক্স বার্তায় তিনি এ বিষয়ে আইসিসির শরণাপন্ন হওয়ার কথা জানান। “ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব দা ক্রিকেট সম্পর্কিত আইন লঙ্ঘনের ব্যাপারে আইসিসির কাছে অভিযোগ এনেছে পিসিবি। এশিয়া কাপ থেকে তাৎক্ষণিকভাবে এই ম্যাচ রেফারির অপসারণ চায় পিসিবি।” একপেশে ম্যাচে ৭ উইকেটে জয়ের পর পাকিস্তান দলের কারো সঙ্গে করমর্দন করেননি ভারতের ক্রিকেটার ও সাপোর্ট...