দেশে গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫৫ জনে। আর মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৩৮ হাজার ৫২৭ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী এবং দুজন পুরুষ। তাদের মধ্যে দুজন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে একজন ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২০৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগে ১২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম...