দিনভর কাজের পর যখন আমরা ঘুমাতে যাই, তখনো আমাদের মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হয় না। ঘুমের মধ্যে মস্তিষ্ক নানা তথ্য সাজিয়ে, বাছাই করে রাখে। আর এই প্রক্রিয়াতেই আমাদের স্বপ্ন হয়। স্বপ্নে আমরা নানা রকম ছবি দেখি, এমনকি অনেক সময় এমন মানুষকেও দেখতে পাই যাদের সঙ্গে আমাদের এখন আর কোনো যোগাযোগ নেই।প্রাক্তন সঙ্গী স্বপ্নে দেখা তার একটি সাধারণ উদাহরণ। তবে কেন সম্পর্ক শেষ হওয়ার পরেও প্রাক্তনকে স্বপ্নে দেখা যায়, সে বিষয়ে বিজ্ঞান কিছু বলেছে।সাইকোলজিস্ট কোচ এল ম্যাসেভোগ ম্যাগাজিনেবিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।আরও পড়ুন :আপনার শিশুর এই লক্ষণগুলো কিডনির ঝুঁকির ইঙ্গিত দিতে পারেএলাচেই লুকিয়ে আছে ১০ রোগের সহজ সমাধানআরও পড়ুন :খিটখিটে মেজাজ দূর করার ৭ সহজ উপায়বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারেননি কেন আমরা স্বপ্ন দেখি এবং বিশেষ করে কোন বিষয়গুলো নিয়ে স্বপ্ন হয়।...