এশিয়া কাপের ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে হংকংকে হারিয়ে মিশন শুরু করা বাংলাদেশ; নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার ফোরে খেলা কঠিন হয়ে গেছে। আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটি টাইগারদের জন্য ‘অঘোষিত’ ফাইনালের মতো। সেই ম্যাচে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। শুধু জয় পেলেই হবে না, রানরেটের জটিল সমীকরণও মেলাতে হবে। আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তখন ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের জন্য। যদি শ্রীলংকার বিপক্ষেও আফগানিস্তান হারে, তাহলে তাদের মোট পয়েন্ট হবে ২, আর বাংলাদেশের ৪। ফলে নেট রানরেটের হিসাব ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ। আর যদি শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান জিতে যায়, তাহলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান। তখন নেট রানরেটের হিসাব সামনে আসবে।...