গ্রিন অ্যান্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি মো. রাশেদুজ্জামান বলেন, ‘বছর ঘুরে পৌর করসহ অন্যান্য উৎস কর যথাসময়ে পরিশোধ করলেও নূন্যতম নাগরিক সুবিধা পাচ্ছি না। এ ক্ষেত্রে বিগত সরকারের সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মিজানুর রহমান বলেন, চলতি মাসের মধ্যেই প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে অন্তত ৮-১০টি সড়কের কাজ শুরু করা হবে বলে আমরা আশা করছি। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। জয়পুরহাটে পৌর শহরের বেশির ভাগই সড়কের বেহাল দশা, চলতি মাসের মধ্যেই কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেন পৌর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মিজানুর রহমান। স্থানীয়দের হাজারো অভিযোগ, বছর ঘুরে পৌর করসহ অন্যান্য কর যথাসময়ে পরিশোধ করলেও তারা...