আন্দোলনে থাকা এক শিক্ষার্থী জানান, দাবি পূরণ না হলে তারা আগের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের’ অন্যতম সংগঠক ২০১৫-১৬ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাবেদ ইকবাল বলেন, তিতুমীরের স্বতন্ত্র কাঠামো বজায়ে রাখা, তিতুমীরে এইচএসসি যুক্ত না করা এবং আসন সংখ্যা বাড়ানোর দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এক ঘণ্টার ‘ব্লকেড’ পালন করা হয়েছে। তিনি আরও বলেন, “সরকার আশ্বাস দিলেও আমাদের দাবিগুলো মেনে নেয়নি, বরং এখন তিতুমীরে এইচএসসি যুক্ত করার আলোচনা শোনা যাচ্ছে। তিতুমীরেতো কখনো এইচএসসি ছিল না, তাহলে এখন কেন এ বিষয়টি আসবে?” অবরোধ চলাকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ ফেসবুক পোস্টে জানায়, শিক্ষার্থীরা রাস্তার উভয় দিক বন্ধ করে দেওয়ায় গুলশান ১ থেকে আমতলী -জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিক থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সে কারণে উত্তরা থেকে...