বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকার অনেক স্কুল শিক্ষক নিয়মিত স্কুলে যাচ্ছেন না, বরং অনুপস্থিত থেকেও বেতন তুলছেন। এই ঘটনাগুলো আলীকদম ও কুরুকপাতা ইউনিয়নের বেশ কয়েকটি স্কুলে ঘটছে এই ঘটনা। যেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ মাসের পর মাস অনুপস্থিত থাকছেন এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। আলীকদম উপজেলাধীন ৪নং কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকার জাতীয়করণকৃত প্রাইমারি স্কুলের শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলনসহ নানা অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। সম্প্রতি দুর্গম এলাকার স্থানীয় কারবারি ও লোকজন এসে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন।মংপং ম্রো কারবারি, মেনক ম্রো কারবারি, রেংরই ম্রো কারবারি, মাংক্রাত ম্রো, লক্ষিমনি কারবারি, ববিরত কারবারি বলেন, আমাদের দুর্গম এলাকার বিদ্যালয় গুলোতে শিক্ষকরা নিয়মিত স্কুল না এসে প্রতি মাসে বেতন ভাতা উত্তোলন...