বিশ্ব অ্যাথলেটিকসের আসর যে কত কঠিন তা আরেকবার দেখলেন বাংলাদেশের কোনো অ্যাথলেট। জাপানের টোকিওতে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হার্ডলার নাজমুল হোসেন রনি। সোমবার বিকেলে ৪০০ মিটার হার্ডলসের হিটে অংশ নিয়ে বাজে টাইমিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট। তার হিটে অংশ নিয়েছিলেন ৯ জন। রনি দৌড় শেষ করেছেন সবার শেষে। ৫ নম্বর হিটে দৌড়াতে রনি সময় নিয়েছেন ৫২.৪৭ সেকেন্ড। গত মাসে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিকসে তিনি স্বর্ণ জিতেছিলেন ৫২.৩০ সেকেন্ড সময় নিয়ে। ৫টি...