রান্না শুধু স্বাদের শিল্প নয়, এটি আপনার ও পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। রান্নাঘরে সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। আবার অসাবধানতা ডেকে আনতে পারে স্বাস্থ্য সমস্যা। তাই রান্নাঘরে পোশাক ও চুল নিয়ে পুরুষ ও নারী উভয়ের সতর্ক থাকা জরুরি। সাধারণত আমরা বাড়িতে যে পোশাক পরে থাকি সেই পোশাকেই রান্নাবান্নার কাজও করি। এটি বাংলাদেশের একটি সাধারণ চর্চা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে পোশাকের দিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার। জেনে নিন কোন কোন ক্ষেত্রে ঘরের ও রান্নাঘরের কাপড় এক হলে তা সমস্যা - ১. ঢিলেঢালা বা ঝুলন্ত পোশাক রান্নার সময় ঝুঁকিপূর্ণ, কারণ এতে সহজেই আগুন ধরতে পারে। ২. নারীরা শাড়ি বা ওড়না পরে রান্না করলে তার প্রান্ত চুলায় লেগে যেতে পারে। বিশেষ করে সিনথেটিক কাপড়ের...