ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) একনায়ক শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছিল। ২০১৯ সালের বিতর্কিত ডাকসু নির্বাচনে ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেখানে ছাত্রলীগের মনোনয়নে ভোট করা তৎকালীন জিএস গোলাম রব্বানীর উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়। তবে সেই সংসদের ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার এই প্রস্তাবের বিরোধীতা করেন। ২০১৯ সালে ৩০ মে মাসে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় হাসিনাকে ‘আজীবন সদস্য’ করা হয়। তখন ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছিলেন, ‘গত সভায় আমাদের এজেন্ডাটি অনানুষ্ঠানিকভাবে থেমে থাকলেও আজকে এ প্রস্তাবটি একেবারে সর্বসম্মতিতে পাশ হয়েছে। আজকে থেকেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ডাকসুর আজীবন সম্মানিত সদস্য হিসেবে গৃহীত হবেন। ’ এরপর ডাকসুর প্যাডে এক বিবৃতিতেও হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার কথা জানানো হয়েছে।...