ইসরায়েলি চলচ্চিত্র প্রকল্প বয়কটের একটি অঙ্গীকারে এমা স্টোন, জোয়াকিন ফিনিক্স, অস্কারজয়ী অলিভিয়া কোলম্যান, টিল্ডা সুইন্টন, রিজ আহমেদ, জাভিয়ার বারদেম এবং মার্ক রাফালোর মতো চার হাজারেরও বেশি হলিউড তারকা স্বাক্ষর করার পর তার তীব্র নিন্দা জানিয়েছে বিখ্যাত চলচ্চিত্র স্টুডিও প্যারামাউন্ট। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এই বয়কটের ডাক দেয় শিল্পী ও কলাকুশলীরা। “ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন” নামক একটি সংস্থার উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর এই অঙ্গীকারপত্রটি প্রকাশ করা হয়, যেখানে বিখ্যাত অভিনয়শিল্পীরাও স্বাক্ষর করেন। এই অঙ্গীকারে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ৬৪,০০০-এর বেশি মানুষের মৃত্যুর ঘটনার নিন্দা জানানো হয়। ১২ সেপ্টেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্যারামাউন্টই প্রথম বড় কোনো স্টুডিও যারা এই বয়কটের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে প্যারামাউন্ট জানায়, “আমরা ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতাদের...