রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম ওঠানামা করছে। কোথাও কিছুটা কমেছে, আবার কোথাও সপ্তাহ ব্যবধানে ১০–২০ টাকা বেড়েছে। ফলে ক্রেতাদের জন্য সামগ্রিক স্বস্তি এখনও আসেনি। একই সময়ে ব্রয়লার মুরগির দামও বেড়েছে। তবে ইলিশ মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, কাজীপাড়া ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সেগুনবাগিচা ও আশপাশের বাজারে ভারতীয় টমেটো কেজি ১২০–১৩০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা, কালো গোল বেগুন ১৪০–১৬০ টাকা, শিম ১৫০–১৬০ টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ৮০–১০০ টাকা, ঢ্যাঁড়শ ৮০–১০০ টাকা, পটোল ৭০–১২০ টাকা, চিচিঙ্গা ৭০–৮০ টাকা, ধুন্দল ৭০–৮০ টাকা, ঝিঙা ৮০–১০০ টাকা, বরবটি ৮০–১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মুলা ৮০ টাকা...