১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারে ইসরাইলের হামলার পরের ঘটনা এই সাক্ষাতের এজেন্ডার শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। নেতানিয়াহু এবং রুবিওর এই বৈঠক আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘের ওই অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামসহ যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিত্র কাতারের ভূখণ্ডে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে যে চালানো হয়েছিল তাতে আন্তর্জাতিকভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। একইসাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সমালোচনা করেছিলেন। এর আগে মার্কো রুবিও বলেছিলেন, “অবশ্যই আমরা এতে খুশি নই। প্রেসিডেন্টও এই বিষয়ে খুশি ছিলেন না। এখন...