বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন। তিনি বলেন, "এনফোর্সমেন্ট দল অভিযোগের সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গত ২৮ অগাস্ট অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।” এনফোর্সমেন্ট দলের অভিযানের প্রতিবেদনের বরাতে ওই কর্মকর্তা বলেন, “স্টাফ প্যাটার্ন পর্যালোচনায় দেখা গেছে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের রামপাল অফিস (মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট) ও ঢাকা অফিসে মোট ৫২৪ জন কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসি কর্তৃক নিয়োজিত কর্মকর্তা রামপাল অফিসে ৩০ জন এবং ঢাকা অফিসে ৬ জন, অর্থাৎ মোট...