চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি ব্যাগের মালিককে অবশেষে খুঁজে পাওয়া গেছে। দীর্ঘ ১২ দিন পর শনাক্ত হওয়া ব্যাগটির মালিক ইন্দোনেশিয়ার নাগরিক অ্যাডে মোহাম্মদ, যিনি একটি জাহাজে কেবিন ক্রু হিসেবে কর্মরত। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ৩০ আগস্ট যাত্রী পার্কিং এলাকায় ব্যাগটি পাওয়া যায়। পরে সেটি বিমানবন্দরের নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়। দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তা পলাশ সাহা ও তারেক জিয়াউদ্দিন ব্যাগটি স্ক্যান করে ভেতরের সব মালামাল তালিকাভুক্ত করেন এবং নিরাপত্তা শাখায় জমা দেন। স্ক্যানিংয়ের সময় ব্যাগে একটি...