কক্সবাজারের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানকারীদের দৌরাত্ম্য বেড়েছে। গত পাঁচ আগস্ট সরকার পতনের পর প্রশাসনের শিথিলতার সুযোগে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলো মাদক আটকে রাখতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে অভিযান চালাচ্ছে। বিজিবি জানায়, গেল দুই মাসে কক্সবাজার রিজিয়নের বিভিন্ন ব্যাটালিয়ন একশো সাতচল্লিশটি অভিযানে আটাশি কোটি নয় লাখ চৌষট্টি হাজার টাকা মূল্যের আটাশ লাখ দুইশো নয় পিস ইয়াবা, ক্রিস্টাল মেথ এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় একশো আটাশি জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। শুধু মাদকই নয়, বাইশ লাখ সাইত্রিশ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাইশটি অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়। এ সময় পাঁচ জন অস্ত্রধারীকে আটক করা হয়। এছাড়া দশ কোটি একান্ন লাখ টাকা...