এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনার রেশ বেড়েই চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপের ম্যাচ রেফারি প্যানেল থেকে অপসারণ করার দাবি জানিয়েছে। আইসিসির এই ম্যাচ রেফারির কাছে ভারতীয় দলের বিরুদ্ধে একদিন প্রতিবাদ জানানোর পর, পিসিবি এখন ম্যাচ রেফারি পাইক্রফটের ওপর চাপ সৃষ্টি করছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি পোস্টে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি জানিয়েছেন, ‘ম্যাচ রেফারি আইসিসি কোড অফ কন্ডাক্ট এবং এমসিসি আইন লঙ্ঘন করেছেন যা ক্রিকেটীয় চেতনার বিপক্ষে যায়। পিসিবি আইসিসির কাছে অভিযোগ করেছে এবং অবিলম্বে ম্যাচ রেফারির অপসারণ দাবি করেছে।’ পিসিবির প্রধান অভিযোগ হলো, পাইক্রফট একটি পক্ষের হয়ে কাজ করেছেন। তাদের দাবি, ম্যাচ রেফারি হিসেবে...