বাংলাদেশের ফুটবলের নতুন এক ইতিহাস এসেছে নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকারের হাত ধরে। প্রথমবার এশিয়ান মঞ্চে লড়াইয়ের সুযোগ এসেছে তার নেতৃত্বে। তরুণ প্রজন্মের জন্য নিজেকে অনুপ্রেরণা হিসেবে তৈরি করেছেন তিনি। এবার সেটার স্বীকৃতিও মিললো। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন আফঈদা খন্দকার। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আফঈদাসহ মোট ১২ জন তরুণকে এই পুরস্কার দেওয়া হয়। আফঈদাকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে আফঈদা লিখেছেন, তার জন্য এটি এক অবিস্মরণীয় মুহূর্ত।...