ফরিদপুর-৪ আসনের সংসদীয় সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। বিক্ষোভ থেকে পরিস্থিতি গড়ায় সহিংসতায়। উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়, অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এই সহিংসতায় মাইটিভির সাংবাদিক সারোয়ার হোসেন কুপিয়ে আহত হন। যমুনা টিভির প্রতিনিধি আব্দুল মান্নানসহ আরও কয়েকজন সাংবাদিকও মারধরের শিকার হন। আহত সাংবাদিকরা বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ শিথিল থাকলেও সাড়ে ১০টার পর ফের অবরোধ শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে যোগ দেয়। এরপর পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আশ্রয় নেন ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে, যেখানে...