এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শুরুর আগে যে উত্তেজনা দেখা গিয়েছিল, মাঠে তা তেমন প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত হেসেখেলে জয় অর্জন করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে টিম ইন্ডিয়া সহজ জয় অর্জন করেছে। তবে খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক না হওয়ায় ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করলেও ভারতীয় দল কোনো সাড়া দেয়নি। পাকিস্তান দল ভারতীয় ড্রেসিংরুমেও গিয়েছিল, কিন্তু দরজা তাদের মুখেই বন্ধ করে দেওয়া হয়। আরো পড়ুন :ভারত-পাকিস্তান ম্যাচে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ রেফারি টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে সূর্যকুমারের সঙ্গে হ্যান্ডশেক...