অভিনয়ে যেমন পারদর্শী, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অভিনেত্রী কুসুম শিকদার। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই তারকা সম্প্রতি নতুন লুকে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন।কুসুম শিকদার সম্প্রতি লাল শাড়ি পরে একাধিক ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। ছবিগুলোতে তাকে ভিন্ন আঙ্গিকে দেখা গেছে। তবে ক্যাপশনে তিনি নিজেই কৌতূহল জাগান, ‘ছবিগুলো কার তোলা জানি না, সুন্দর কিন্তু অস্পষ্ট।’তার শাড়ি পরা এ নতুন ছবিগুলো ঘিরে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, ‘লাল শাড়িতে আসলেই সুন্দর লাগছে।’ আবার আরেকজন মন্তব্য করেছেন, ‘লাল কুসুম শাড়িতেও মানিয়েছে।’ কুসুম শিকদার সম্প্রতি লাল শাড়ি পরে একাধিক ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। ছবিগুলোতে তাকে ভিন্ন আঙ্গিকে দেখা গেছে। তবে ক্যাপশনে তিনি নিজেই কৌতূহল জাগান, ‘ছবিগুলো কার তোলা জানি না, সুন্দর কিন্তু অস্পষ্ট।’তার শাড়ি...