সাভারের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিএস মাজহারুল ইসলাম সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আলিফ আহম্মদ সিয়াম ও শ্রাবণ গাজির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সাভার ডেইরি ফার্মে শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। জাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন। তারা ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ২০টি পদে জয়লাভ করেন। এ সময় নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে শিক্ষাঙ্গনগুলোতে আজ নতুন ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তাদের প্রতি আমরা দায়বদ্ধ। সেই শহীদদের সম্মান জানাতেই...