কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৫টার পর বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রক্টরিয়াল বডি।রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ ছয়জন সহকারী প্রক্টরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করলে এবং এতে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্টকে শোকজসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে এবং প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন জয়ীপ্রভোস্ট কমিটির নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিন পর কোনো শিক্ষার্থী বা...