কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী ভবেরমুড়া গ্রামের একটি মাজারের নলকূপ থেকে টানা ১৭ বছর ধরে হাতল চাপা ও মোটর ছাড়াই পানি উঠছে। এ নিয়ে শুরু হয়েছে মাজার গ্রামে মানুষের আনাগোনা। মাজারের ভক্তসহ অনেকে রোগ নিরাময়ের নিয়তে সেই পানি খেতে আসছেন। ভক্তদের দাবি, অলৌকিক কারণে পানি পড়ছে। প্রকৌশলীদের দাবি, লেয়ার ওপরে থাকায় পানি স্বাভাবিকভাবে উঠছে। সরেজমিন দেখা যায়, ভারত সীমান্তবর্তী গ্রাম ভবেরমুড়া। খালের একপারে ভবেরমুড়া দরবার শরিফ, অন্যপারে ভারতের নজুরমুড়া গ্রাম। কাঁটাতার একটু পেছনে। মোটর ও কোনো চাপ দেওয়া ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মাজার আঙিনার নলকূপ থেকে পানি উঠছে। আগত নারী-পুরুষ পানি পান করছেন। শংকুচাইল গ্রামের নাজমা আক্তার বলেন, বোনের বাড়িতে বেড়াতে এসেছি। শুনেছি এই পানি খেলে নাকি রোগ ভালো হয়ে যায়। তাই একটু দেখতে এলাম। ভবেরমুড়া গ্রামের পূর্বপাড়া আল আকসা জামে মসজিদের...