ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে আগামী বছর থেকে ইসরাইলিদের ভর্তি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সিদ্ধান্তটি গাজার যুদ্ধকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমীর বারাম, যিনি আগে এই কলেজে পড়াশোনা করেছিলেন, এই পদক্ষেপকে ‘একটি মর্যাদাহীন ও বন্ধুত্বের ব্যাঘাত’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি ‘বৈষম্যমূলক সিদ্ধান্ত যা ব্রিটেনের সহনশীলতা এবং ন্যায়পরায়ণতার ঐতিহ্যের সঙ্গে বিরোধী।’ রয়্যাল কলেজ জানিয়েছে, তাদের আন্তর্জাতিক কৌশলগত শিক্ষা কোর্সে রাজনৈতিক, কূটনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলোর গভীর বিশ্লেষণ করা হয়। তবে মূল কোর্সটি ‘প্রায়োগিক’ ধাঁচের। প্রতি বছর প্রায় ১১০ জন শিক্ষার্থী যুক্তরাজ্য ও বিভিন্ন দেশের থেকে এই প্রোগ্রামে ভর্তি হন। উল্লেখযোগ্য সাবেক শিক্ষার্থীর মধ্যে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইম্পেরিয়াল...