মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনির অভাবে রোদ, বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের । বিশেষ করে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য এই সমস্যা আরও প্রকট । এ যাত্রী ছাউনিটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, এই রুটে চলাচলকারী সকল সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । অচিরেই এ যাত্রী ছাউনীটির কাজ শেষ করা না হলে আরও কঠোর আন্দোলন করা হবে । মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহান, রায়হান, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী রায়হান, সোনাপুর ডিগ্রী কলেজের তারেক আজিজসহ অনেকে । সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। বেগমগঞ্জ (নোয়াখালী) : সোনাপুর জিরো পয়েন্টে নির্মাণাধীন যাত্রী ছাউনির কাজ...