গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লন্ডনের একটি মর্যাদাপূর্ণ সরকারি প্রতিরক্ষা ইনস্টিটিউটে ইসরায়েলি নাগরিকদের ভর্তি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে। দ্য টাইমস ও টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত দ্য রয়াল কলেজ অব ডিফেন্স স্টাডিজ আগামী বছর থেকে ইসরায়েলি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করবে। কলেজের ওয়েবসাইট অনুযায়ী, যুক্তরাজ্যের ডিফেন্স একাডেমির অংশ এই স্নাতকোত্তর কলেজ ‘সশস্ত্র বাহিনী ও সিভিল সার্ভিসের মধ্যে কৌশলগত চিন্তাবিদ ও নেতাদের’ প্রশিক্ষণ প্রদান করে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কোর্সে অংশগ্রহণের অনুমতি রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জুনে পার্লামেন্টকে নিশ্চিত করেছিলেন, কলেজটি ‘যুদ্ধবহির্ভূত একাডেমিক কোর্স’ ইসরায়েলের সেনাবাহিনীর ‘পাঁচজনেরও কম’ সদস্যদের জন্য সরবরাহ করছে। মন্ত্রণালয় তৎক্ষণাৎ এ বিষয়ে এএফপির অনুরোধে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘যুদ্ধরত...