নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির সদস্যদের ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম,...