৭৭তম এমি আসরের মনোনয়নের তালিকা প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল সাই-ফাই ড্রামা সিরিজ ‘সেভারেন্স’। ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। কিন্তু বেলাশেষে পুরস্কার ঘোষণার দিন বাজিমাত করেছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’। ১৩টি মনোনয়নের মধ্যে ‘সেরা লিমিটেড সিরিজ’সহ জিতে নিয়েছে ৬টি গুরুত্বপূর্ণ পুরস্কার। বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হয় ৭৭তম এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের চূড়ান্ত তালিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে এদিন এমির ঝলমলে আসর বসেছিল। এবারের আসরটি উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা নেট বারগাতসে। ‘অ্যাডোলেসেন্স’ সিরিজটির পরতে পরতে আছে নেটমাধ্যমে হেনস্তার নানা গল্প। রয়েছে নারীবিদ্বেষী সমকালীন নানা ভাবনার আদান প্রদানের বাঁক। আরও আছে কিশোর বয়সের সংকট, পারিবারিক টানাপোড়েন, অপরাধবোধ। সমালোচকরা বলছেন, অভিনয়শৈলী এবং সামাজিক বাস্তবতার গভীর উপস্থাপনার জন্য এই সিরিজটি বিশেষভাবে আলাদা হয়ে উঠেছে এবারের এমিতে। এ বছরের সবচেয়ে আলোচিত চরিত্রদের...