দুবাইয়ে গতকাল এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে বিতর্কে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। সর্বশেষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ‘অবিলম্বে সরিয়ে দেওয়ার’ দাবি জানিয়েছেন। নাকভির অভিযোগ, পাইক্রফটই নাকি ম্যাচের আগে দুই দলের অধিনায়ককে টসের সময় হাত মেলাতে বারণ করেছিলেন! নকভি শুধু পিসিবি চেয়ারম্যানই নন, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতিও। আজ এক্সে করা এক টুইটে নাকভি জানান, ‘আইসিসির আচরণবিধি আর এমসিসির “স্পিরিট অব ক্রিকেট” আইনের লঙ্ঘন হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে পিসিবি। আমরা চাই, এশিয়া কাপ থেকে তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়া হোক।’ সত্যি সত্যি এমন কিছু ঘটেছিল কি না, তা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে ইএসপিএনক্রিকইনফো।...