বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) শক্তিশালী করার জন্য গঠিত হয়েছে স্বাধীন টাস্কফোর্স। সংস্থাটির নাম পরিবর্তনসহ একটি আধুনিক ও বিশ্বস্ত জাতীয় পরিসংখ্যান সংস্থায় পরিণত করার জন্য একটি ব্যাপক সংস্কার প্যাকেজের আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্তরে এনইসি সম্মেলন কক্ষে পরিসংখ্যান টাস্কফোর্স কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বরাবর এই প্রস্তাব জমা দিয়েছে স্বাধীন টাস্কফোর্সো। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এই স্বাধীন টাস্কফোর্সে ছিলেন বিবিএস-এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, র্যাপিড-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, আইএসআরটির অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতনু রব্বানী এবং বিআইডিএস-এর গবেষণা...