রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে নড়াই নদীর ওপর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সেতু নির্মাণ করছে। জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (১৫ সেপ্টেম্বর) আফতাবনগরে তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এজাজ এ কথা জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আফতাবনগরে ভবিষ্যতে যানবাহনের চাপ বাড়বে। সেই চাপ সামলাতে এ সেতু নির্মাণ করা হচ্ছে। একইসঙ্গে প্রগতি সরণি হয়ে রামপুরার যানজট নিরসন ও মেট্রোরেল প্রকল্পের কাজ চলার সময় মানুষের চলাচলের বিড়ম্বনা কমানোর জন্য এ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএনসিসি প্রশাসক জানান, নির্মাণ শেষ হলে দুটি সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অপর সেতুটি হেঁটে পারাপারের জন্য ব্যবহার করা হবে। বাংলাদেশ নৌবাহিনীর কারিগরি সহায়তায় সেতুগুলো নির্মাণ করা হবে। এজাজ বলেন, ‘আমরা যেসব অবকাঠামোগত উন্নয়নকাজ করছি, তা নাগরিকদের...