এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এ ‘অ্যালিসেন্ট হাইটাওয়া’র চরিত্রে অভিনয় করা ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কুক পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, নারীরা যখন ঘনিষ্ঠ দৃশ্যের সময় নিজের সীমারেখা নির্ধারণ করেন, তখনো তাঁদের ‘ঝামেলাবাজ’ আখ্যা দেওয়া হয়। সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে অলিভিয়া কুক অভিনীত সিরিজ ‘দ্য গার্লফ্রেন্ড’। সিরিজটির প্রচার উপলক্ষে ব্রিটিশ দৈনিক দ্য আই পেপারে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।এই সাক্ষাৎকারে কুক বলেন, ‘অনেক অভিনেত্রী কেবল অস্বস্তির কথা বললেই তাঁদের ‘বদমেজাজি’ ট্যাগ দেওয়া হয়। তবে তিনি স্বীকার করেন যে ইন্ডাস্ট্রি এখন অনেকটাই বদলেছে। কারণ, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে এখন সাধারণত ইনটিমেসি কো-অর্ডিনেটর থাকেন। কুকের ভাষায়, এটা অবিশ্বাস্য যে আগে অভিনেতা-অভিনেত্রীদের কোনো সমন্বয়ক ছাড়াই এমন দৃশ্য সামলাতে হতো। এখন ভালো কো-অর্ডিনেটররা নারীদের হয়ে কথা বলেন, বিশেষ...