নেটফ্লিক্সের তুমুল আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর জন্য সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে এমিতে ইতিহাস গড়লেন ওয়েন কুপার! এমিতে সেরা সহ-অভিনেতার পুরস্কার নিলেন এই কিশোর! অভিনয়ে কোনো অভিজ্ঞতা ছিলো না ওয়েনের। অথচ প্রথম কাজেই জিতে নিয়েছেন এমি! আর এ ঘটনাটি অসংখ্য তরুণ শিল্পীর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এমির সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে ইতিহাস গড়া এই কিশোর অভিনেতাকে নিয়ে এখন বিশ্বে তোলপাড়! ওয়েন কুপারের জন্ম ইংল্যান্ডের ওয়ারিংটনে। জানা যায়, তার মা একজন কেয়ারার এবং বাবা আইটি পেশায় কাজ করেন। তার আরও দুই ভাই আছে। তিনি ওয়ারিংটন রাইল্যান্ডস আন্ডার–১৫ স্কোয়াডের সদস্যও। ইংল্যান্ডে জন্ম নেওয়া ওয়েন মূলত ফুটবলার হতে চেয়েছিলেন। তবে পরে তিনি ম্যানচেস্টারের একটি ড্রামা স্কুলে দ্য ড্রামা মোব-এ সাপ্তাহিক অভিনয় প্রশিক্ষণ নিতে শুরু করেন। এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন ‘করোনেশন...