১৮ দিন চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা হয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছাড়েন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নুর বলেন, ‘এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেবো।’ স্বজনরা জানান,...