একে একে টানা চার মেয়াদে সরকারপ্রধান হন শেখ হাসিনা। কিন্তু গদিতে বসেই হস্তক্ষেপ করতে থাকেন সব অঙ্গনে। দলীয়করণ করা হয় পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন বাহিনীকে। এমনকি বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকেও নিজের অনুকূলে রাখা হয়। এভাবেই ফ্যাসিস্ট হয়ে ওঠেন তৎকালীন এই প্রধানমন্ত্রী। তবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর লোকেরও কমতি ছিল না। আর সেসব সহযোগীর নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় ৪৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জবানবন্দিতে...