কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ও বাতাঘাসী ইউনিয়ন জুড়ে দীর্ঘদিন যাবৎ চলছে ড্রেজারে মাটি খননের মহোৎসব। স্থানীয় যুবদল নেতা ও সাবেক ওয়ার্ড মেম্বার আকবর মোল্লার নিয়ন্ত্রণে অবাধে ওইসব ড্রেজার চলছে বলে অভিযোগ রয়েছে। তিনি উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ড্রেজার ব্যবসায়ী, মাটি বিক্রেতা ও যাদের জায়গা ভরাট করা হয় তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন ওই যুবদল নেতা। আকবর মোল্লা চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত এক বছর যাবৎ ফসলি জমি থেকে বালু মাটি উত্তোলন ও জমি ভরাটের এই অবৈধ কার্যক্রমের সাথে জড়িত রয়েছে আকবর। তিনি প্রশাসন ও নেতাদের ম্যানেজ করার কথা বলে প্রতি বর্গফুট মাটির হিসেবে দেড় থেকে ২ টাকা আদায়...