শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব বাড়ানো হবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেক ক্ষেত্রেই কাছাকাছি, বিশেষ করে শুল্ক বিষয়ক ইস্যুতে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠকে উভয়পক্ষ বাণিজ্যঘাটতি কমানো, কৃষিপণ্য আমদানি বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট কেনা, মাদক নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে।...