‘পিছে তো দেখো, পিছে দেখো’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহের ছোট ভাই উমর শাহ মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে উমর শাহ শেষ নিশ্বাস ত্যাগ করেন।খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। আহমদ শাহর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমের শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। সবাইকে অনুরোধ করছি তার ও আমাদের পরিবারের জন্য দোয়া করার। ’ খ্যাতনামা টেলিভিশন অ্যানকার ওসম বদামি আহমদ শাহ এবং তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন। তিনি জানান, উমের শাহ ফজরের নামাজের সময়ই ইন্তেকাল করেছেন। তিনি একটি আবেগঘন ভিডিও বার্তায় বলেন, ‘চিকিৎসকদের তথ্যমতে, তার বমি ফুসফুসে ঢুকে গিয়ে শ্বাসনালি বন্ধ হয়। এতে তার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে...