জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ওঠা ১৬ অভিযোগ তুলে ধরে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “স্পষ্টত প্রতীয়মান হয় যে নির্বাচনটি পক্ষপাতদুষ্ট হয়েছে এবং গ্রহণযোগ্যতা হারিয়েছে। এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপরই বর্তায়। একই কারণে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করি এবং মনে করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইসব কারসাজি উন্মোচন হওয়া জরুরি।” ৩৩ বছর পর গত বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নানা নাটকীয়তা শেষে শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। শিক্ষক নেটওয়ার্ক বলছে, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর এই নির্বাচন ভীষণ আগ্রহ ও উদ্দীপনা তৈরি করেছিল। কিন্তু বাস্তবে অনুষ্ঠিত নির্বাচনটি একদিকে যেমন ছিল ত্রুটিপূর্ণ, তেমনই বিতর্কিত। অব্যবস্থাপনায় ভরা নির্বাচনটির এই প্রক্রিয়ায় মাশুল গুনতে হয়েছে আমাদের একজন তরুণ শিক্ষককে তার জীবন দিয়ে।” ভিপি প্রার্থী অমর্ত্য...