১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বকশীমূল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ওয়াহেদুল ইসলাম শাকিল (১৫) বিদ্যালয়ে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে হাসপাতালে নেওয়ার পূর্বে দীর্ঘ সময় কালক্ষেপণ করায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুনা পারভীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনরা। শাকিল উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তারাকান্দা থানায় শাকিলের বাবা হানিফ মিয়া দায়ের করা অভিযোগে জানা যায়, গত ২৬ আগস্ট সকাল ১১টার দিকে শাকিল বিদ্যালয়ের ক্যাম্পাসে বিষপান করে। সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে সহকারী শিক্ষিকা রুনা পারভীন শাকিলসহ অন্যদের অফিস কক্ষে ডেকে নেন। সেখানে প্রায় দুই ঘণ্টা কালক্ষেপণ করার পর অবস্থার অবনতি হলে তার মা ও স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে...