হাত না মেলানোর ঘটনায় ভারতীয়দের ওপর ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি, আইসিসিকে খুঁজছেন রাশিদ লাতিফ, ভাষাহীন হয়ে পড়েছেন শোয়েব আখতার। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের সবেচেয় হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। ম্যাচে ৭ উইকেটে জয় পায় হারায় ভারত। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন হ্যান্ডশেক কাণ্ড। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। প্রতিবাদে পুরস্কার বিতরণীর আয়োজন বয়কট করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন তাদের কোচ মাইক হেসন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে না করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে তারা।...