নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ওষুধ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর ফলে এই দুই কোম্পানির শেয়ারের দাম ধারাবাহিকভাবে বাড়ছে এবং আজ দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে তারা জায়গা করে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আজ ডিএসইতে এই দুই কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। কোম্পানিটির শেয়ারের দাম ৪ টাকা ৬০ পয়সা বা ৭.৮২ শতাংশ বেড়ে ৬৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। দিন শেষে কোম্পানিটির মোট ১৬ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই ‘এ’ ক্যাটাগরির কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২২...