পদ্মা সেতুতে আজ সোমবার থেকে শুরু হয়েছে যুগান্তকারী সেবা—নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। দুই পাড়ে মোট চারটি বুথে চালু থাকবে এ সিস্টেম। ফলে চলন্ত গাড়িতেই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে, যা যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে। সোমবার বিকেল থেকে লাইভ পাইলটিং আকারে চালু হওয়া এ সিস্টেমে গাড়িচালকদের আর থামতে হবে না টোল দেওয়ার জন্য। নির্ধারিত ইটিসি লেন দিয়ে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে। গেল রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পদ্ধতি চালুর মাধ্যমে বাংলাদেশে টোল আদায় ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কর্তৃপক্ষ বলছে, এটি মূলত লাইভ পাইলটিং হলেও সবার জন্য উন্মুক্ত থাকবে। পদ্মা সেতুর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে টোল প্লাজায় প্রায়ই দীর্ঘ...