পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রাজারহাট গ্রামের বাসিন্দা জুয়েল হোসেন (৩০) দীর্ঘদিন ধরে তার পরিবারসহ ইতালীতে বসবাস করছেন। সম্প্রতি তিনি মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি ক্রয় করে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। বর্তমানে ভবনটির তিন তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলমান থাকা অবস্থায় স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা অহিদুল মুন্সী তার দলবল নিয়ে শনিবার সকালে ভবন নির্মাণে বাধা দেয়। এসময় জুয়েল হোসেনের সাথে তার বাক বিতন্ডা হয়। এরই জের ধরে ওই দিন সন্ধ্যার দিকে অহিদুল মুন্সী ও তার কিশোর গ্যাংয়ের দলবল নিয়ে ভবন নির্মাণে দ্বিতীয় দফায় বাধা দেয় এবং জুয়েল হোসেনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাকে বাঁচাতে তার মামা শাহাবুদ্দিন হাওলাদার (৪৫) এগিয়ে আসলে তাকেও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা...