১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম চরম দুর্নীতি, সীমাহীন ক্ষমতার অপব্যবহার এবং চাকরিবিধি লঙ্ঘনের একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) প্রফেসর কাজী আবু কাইয়ুম শিশিরকে অবিলম্বে অপসারণ ও শাস্তি দাবি জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষক-কর্মচারী প্লাটফর্ম। সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যবদ্ধ শিক্ষক-কর্মচারী প্লাটফর্মের আহবায়ক মো. জাকির হোসেন। লিখিত বক্তব্য তিনি বলেন, জুলাই বিপ্লবের পরও কাজী কাইয়ুম শিশিরের মতো একজন বিতর্কিত কর্মকর্তার শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকাটা পুরো ব্যবস্থার জন্য লজ্জাজনক এবং এটি শিক্ষা প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ করছে। তিনি জানান, কাজী আবু কাইয়ুম শিশির বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের ইংরেজি...