১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে টানা দুই দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা যেমন পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ও টেলিফোন চালু থাকবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, “ভোট কেন্দ্রগুলো অ্যাকাডেমিক ভবনে বসানো হবে। এজন্য প্রস্তুতিমূলক কাজ ও নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।” ভারত-পাকিস্তান ম্যাচের রেফারিকে অপসারণের দাবি পিসিবি’র ছাত্রীদের মেধাবী হিসেবে গড়তে সমাজের...